শ্রী শ্রী সারদা মা এর ১৬৮ তম জন্মবার্ষিকী পালন মাতৃমন্দিরে

5th January 2021 12:39 pm বাঁকুড়া
শ্রী শ্রী সারদা মা এর ১৬৮ তম জন্মবার্ষিকী পালন মাতৃমন্দিরে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মঙ্গলবার সকাল থেকে শ্রী শ্রী সারদা মায়ের ১৬৮ তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে জয়রামবাটি মাতৃ মন্দিরে।  এই বিশেষ দিনটিতে ভোর থেকে মাতৃ মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে  বিশেষ এই দিনটি পালন শুরু হয়েছে। সারা দিন ব্যাপি রয়েছে নানান অনুষ্ঠান।

শ্রীশ্রী সারদামায়ের জন্মতিথি উপলক্ষে জয়রামবাটিতে এখন উৎসবের মেজাজ। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পূণ্যার্থী হাজির হয়েছেন মাতৃ মন্দিরে। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এদিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে। 

 তবে চলতি কোভিড পরিস্থিতির কারণে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন মাতৃমন্দির কর্তৃপক্ষ। প্রতিটি দর্শনার্থীকে বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক, হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার, পরস্পরের মধ্যে ন্যুনতম ৬ ফুট দূরত্ব বজায়, হাত জোড় করে প্রণাম ছাড়াও এই মুহূর্তে নাট মন্দিরে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে প্রসাদ বিতরণও।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূণ্যার্থীরা বিশেষ পুজাপাঠে যেমন অংশ নিচ্ছেন তেমনি মায়ের বাড়ি, মাতৃ মন্দির ঘুরে দেখছেন। ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী সারদামাকে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।